যেভাবে নেতৃত্বের দক্ষতা বাড়াবেন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ১০:১৯ এএম

ছবি: উইজডম ম্যাক্স সেন্টার।

ছবি: উইজডম ম্যাক্স সেন্টার।

সবাই নেতা হতে পারে না। কিন্তু বাস্তব ও কর্মজীবনে সফল হতে হলে নেতৃত্বগুণ থাকতে হয়। বিশ্বে যারা সফল ও ধনী ব্যক্তি আছেন, তারা প্রত্যেকেই এ গুণের অধিকারী। 

সফল নেতা ও নেতৃত্বের দক্ষতা বাড়াতে কিছু কৌশল অবলম্বন করতে পারেন। 

আশাবাদী

সফল হতে হলে প্রথমেই হতাশা দূর করতে হবে। হতে হবে আশাবাদী। অফিসের অন্যেরা যে কাজ দেখে ভয় করবে, সে কাজটি পূর্ণ উদ্যোম নিয়ে আপনি করে ফেলুন। সমস্যাকে সমস্যা না বলে, তা সমাধানের পথ খুঁজতে হবে। 

সম্মান

ব্যক্তিগত ও কর্মজীবনের পরিচিত সবাইকে সম্মান করুন। সহকর্মীর ভুল ধরার প্রবণতা বাদ দিন। নিজেকে জাহির করা থেকে বিরত থাকুন।

বাড়তি সময়

অফিসের কোনো গুরুত্বপূর্ণ সময়ে বাড়তি কাজ করুন। এতে বস সন্তুষ্ট হবে। আপনি যে একাগ্রতার সাথে কাজ করেন তা প্রতীয়মান হবে।

পেশাদার মনোভাব

সব সময় কাজের বিনিময়ে কথা বলার চেষ্টা করুন। কাউকে জবাব দিতে হলে কাজ দিয়ে দিন। যে কাজ অন্য কেউ ছেড়ে দেবে, উৎসাহ দেখাবে না সেই কাজে আপনি এগিয়ে যান।

নতুনত্ব

কাজে নতুনত্ব আনার চেষ্টা করুন। সৃজনশীলতা যোগ করুন। এতে অফিসে আপনি অন্য সবার চেয়ে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। সততা ও নিষ্ঠার সঙ্গে নিজের কাজ করতে থাকুন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh