ডিপিএলের প্রথম ম্যাচেই মুশফিকের সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ০৩:৫২ পিএম

মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত

মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটে প্রথম ম্যাচেই পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে দাপুটে এক সেঞ্চুরি হাঁকিয়েছেন আবাহনী লিমিটেডের অধিনায়ক মুশফিকুর রহিম।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রবিবার (১৫ মার্চ) আসরের প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ে নেমে আবাহনী শুরুতেই মারাত্মক বিপর্যয়ে পড়ে। শূন্যরানে উইকেট ছাড়া হন দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখ।

এরপর আসেন মুশফিক। চার নম্বরে ব্যাটিংয়ে নামে উইকেটের একপ্রান্ত আগলে রেখে দ্রুত তুলতে থাকেন রান। তার সাথে জুটি বেধে অর্ধশতকের দেখা পেয়েছে মোসাদ্দেক হোসেন। শেষ দিকে তাণ্ডব চালিয়েছেন সাইফউদ্দিন। 

তাতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে আবাহনীর সংগ্রহ ২৮৯ রান।

ঢাকা লিগে প্রথমবার আবাহনীর জার্সিতে খেলছেন মুশফিক। সাজঘরে ফেরার আগে তার আলো ঝলমলে ইনিংসটি ছিল ১২৭ রানের।

তিন বছর আগে ২০১৭ সালে লিজেন্ডস অব রুপগঞ্জের হয়ে সেঞ্চুরি পেয়েছিলেন মুশফিক। অধিনায়ক হিসেবে খেলেছিলেন ১৩৪ রানের ইনিংস। ওটাই মুশফিকের সর্বশেষ সেঞ্চুরি ছিল ঢাকা লিগে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh