খিলগাঁওয়ে ডিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ০৮:৪৯ এএম

রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় (৩২) এক ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল রবিবার (১৫ মার্চ) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। 

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেকুল ইলসাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকার ব্রিজের পাশে একটি ফাঁকা মাঠ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মরদেহ উদ্ধার করা হয়। জানতে পেরেছি ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে।

তিনি আরো বলেন, রাত পৌনে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করি। নিহতের পরনে ছিল লুঙ্গি ও কালো পাঞ্জাবি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। 

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh