‘অটো ডিলিট মেসেজ’ ফিচার আনলো হোয়াটসঅ্যাপ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০২:৩৫ পিএম

ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নিয়ে এলো ‘অটো ডিলিট মেসেজ’ নামের নতুন ফিচার। মেসেজ পাঠিয়ে যারা ডিলিট করতে ভুলে যান, তাদের স্বস্তি দিতে এটি।

সেবাটি পাওয়ার জন্য মেসেজ পাঠানোর সময় আপনাকে দিতে হবে নির্দিষ্ট সময়। তারপর নিজে থেকে মুছে যাবে মেসেজ। গ্রুপ চ্যাট ও পার্সোনাল চ্যাট, উভয় ক্ষেত্রেই এই সুবিধা মিলবে।

১ ঘণ্টা, ১ দিন, ১ সপ্তাহ, ১ মাস থেকে ১ বছর। পছন্দমতো সময়-অপশন বেছে নিতে পারবেন বার্তা প্রেরক।

আপাতত এই ফিচার খুলে দেয়া হয়েছে বিটা ইউজারদের জন্য। পরে যখন সবার জন্য এই ফিচার আনবে হোয়াটসঅ্যাপ, তখন যে কেউ চ্যাট অপশনে গিয়ে সময় নির্বাচন করতে পারবেন। কতক্ষণ পর মেসেজ ডিলিট করে দিতে চান, তা বেছে নিতে পারবেন।

একই সুবিধা পাওয়া যাবে গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও। গ্রুপে গিয়ে আপনি যখন কোনো মেসেজ টাইপ করছেন, সেই সময়ই নির্দিষ্ট করে দিতে পারবেন, ঠিক কতক্ষণ পর মুছে দিতে চান সেই বার্তা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh