করোনাভাইরাস

ভারতে কারফিউ জারি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ০৯:১৬ পিএম | আপডেট: ২০ মার্চ ২০২০, ১১:০৪ এএম

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভারতজুড়ে কারফিউ জারি করেছে দেশটির ক্ষমতাসীন বিজেপি সরকার।

বৃহস্পতিবার (১৯ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যার দিকে করোনা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে জাতির উদ্দেশে এক ভাষণে কারফিউ জারির এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে মোদি বলেন, রবিবার থেকে দেশে জনতা কারফিউ কার্যকর হবে। প্রত্যেকদিন সকাল সাতটা থেকে রাত ৯টা পর্যন্ত দেশের প্রত্যেক নাগরিককে এই কারফিউ বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে।

ভারতে প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত ১৯৭ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন অন্তত চারজন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh