কোয়ারেন্টিনে না থাকায় সৌদি প্রবাসীর অর্থদণ্ড

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২০, ০২:০৭ পিএম

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় হোম কোয়ারেন্টিনে না থাকায় সৌদি প্রবাসীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সৌদি প্রবাসী হান্নান ঢালী (৪৮) ডামুড্যা পৌর সভার ধুপখোলা এলাকার আবুল কালাম ঢালী ছেলে। তিনি গত ১৫ মার্চ দেশে আসেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৯টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এই জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সম্প্রতি বিভিন্ন দেশ থেকে অনেকে দেশে ফিরছেন। করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি এড়াতে সরকারি নির্দেশ মোতাবেক তাদের নিজ বাড়িতে একটি কক্ষে ১৪ দিন থাকতে বলা হয়েছে।

তবে কেউ কেউ এই নির্দেশনা অমান্য করছেন। যিনিই এই নির্দেশনা অমান্য করবেন, তাকেই আইনের আওতায় আনা হবে। তাকে জেল বা অর্থদণ্ড দেওয়া হবে।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ডামুড্যা থানার অফিসার্স ইনচার্জ মেহেদী হাসান।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh