সাতক্ষীরায় ট্রাক চাপায় ট্রলি চালক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২০, ০৪:২০ পিএম

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগরের ধানদিয়া সড়কে মাটির ট্রাকের চাপায় ট্রলি চালক আলমগীর হোসেন (৩৫) নিহত হয়েছে। নিহত ট্রলি চালক বসন্তপুর গ্রামের নুর ইসলামের মোড়লের ছেলে।    
 
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস জানান,  ভাটার জন্য মাটি নিয়ে ইটের ভাটার দিকে যাওয়ার পথে ট্রলিতে ধাক্কা দেয়। ট্রলিটি উল্টে ট্রলিচালক মাটির ট্রাকের চাকায় পড়ে।

তিনি আরো জানান, ট্রলি চালককে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  



সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh