বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার দিচ্ছেন মিষ্টি জান্নাত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ১১:২৪ এএম | আপডেট: ২৩ মার্চ ২০২০, ১২:১১ পিএম

চিত্র নায়িকা মিষ্টি জান্নাত সম্প্রতি ডাক্তারি পাস করেছেন। ডাক্তারদের একটি ফোরামের মাধ্যমে জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণের উদ্যোগ নিয়েছেন তিনি।

মিষ্টি বলেন, ‘আগামী ২৫ বা ২৬ মার্চ ২০০০ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান বিতরণ করার পরিকল্পনা করেছি। শাহবাগ ও তার আশেপাশের এলাকায় এগুলো বিতরণ করবো।

তিনি বলেন, আমাদের ফোরাম ‘বিয়িং হিউম্যান ডক্টরস গ্রুপ’ এ উদ্যোগ নিয়েছে। আমরা পর্যায়ক্রমে অন্যান্য জায়গাতেও মাস্ক, স্যানিটাইজার, সাবান এসব বিতরণ করবো।’

২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তিনি চলচ্চিত্রে পা রাখেন। এর জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন। চিনিবিবি, তুই আমার, তুই আমার রানি, আমি নেতা হবো সিনেমায়ও কাজ করেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh