ইতালিতে একদিনে ৬৮৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ১১:৫০ পিএম

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৬৮৩ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৭ হাজার ৫০৩।

বুধবার (২৫ মার্চ) দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৭৪ হাজার ৩৮৬।

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের উৎপত্তি হয়। এরপর বিশ্বের ১৯৬ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। এতে ইতালির পর সবচেয়ে বেশি মানুষ মারা গেছে স্পেনে। এরপর তিনে রয়েছে চীন। এরপর রয়েছে ইরান।

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন  ৪ লাখ ৫২ হাজার মানুষ। মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৪৯৪ জনের। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ১ লাখ ১৩ হাজার।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বাংলাদেশে এ পর্যন্ত ৩৯ জন আক্রান্ত হয়েছেন। আর দেশে এ ভাইরাসে প্রাণ গেছে ৫ জনের। আক্রান্তদের মধ্যে তিনজন চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী বলে জানিয়েছে আইইডিসিআর।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh