খাগড়াছড়িতে আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ১১:৫০ পিএম

খাগড়াছড়ি সদর হাসপাতালে আইসোলেশনে ভর্তি হওয়া এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে সকালে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিলো। সে ৯ মার্চ থেকে জ্বর,কাশিতে ভুগছিলেন। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হবে। এ ঘটনায় এক চিকিৎসকসহ ৪জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। 

 খাগড়াছড়ির সিভিল সার্জন নুপুর কান্তি দাশ জানান, ‘আক্রান্ত রোগী  ৯ তারিখ থেকে জ্বর, শ্বাসকষ্ট, কাশিতে ভুগছিলো। সন্দেহজনক হওয়ায় তাকে আইসোলেশনে রাখা হয়েছে। রাত ৮টায় তার মৃত্যু হয়। তার শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে। আইইডিসিআর এর নিদের্শনা অনুযায়ী তার মৃতদেহ সৎকার করা হবে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh