ভাইরাস না, সমাজ সামলান

নাসের শওকত হায়দার

প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ০২:১৮ পিএম

ভাইরাস সামলানো চিকিৎসক, নার্স ও বিজ্ঞানীদের কাজ, সেটা উনারা করতে থাকুক। একাজে সময় লাগবে। আপনারা সমাজ সামলান, এটা আপনাদের কাজ। এটা নেতা, প্রশাসন ও মিডিয়ার কাজ।

- করোনা সম্ভাব্য একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ারেন্টাইন করতে দিচ্ছে না!!! কী আজব! তাহলে কোথায় যাবে?

- ফাকা সরকারী বিল্ডিং এ কোয়ারেন্টাইন সেন্টার করতে দিচ্ছে না (যেখানকার অন্য ভবনগুলোতে মানুষ থাকে)।

- করোনা আক্রান্ত মানুষের লাশ দাফন না করার জন্য গোরস্তানের গেটে ব্যানার টাংগানো হচ্ছে।

- করোনা আক্রান্ত ব্যক্তির লাশ নেয়া হচ্ছে গুজবে ট্রলারে হামলা হয়েছে, মানুষ আহত হয়েছে! কী আজব, তাহলে লাশ কোথায় নিবে?

- একটা বেসরকারী হাসপাতাল এগিয়ে এসেছিল করোনার চিকিৎসায়, এলাকাবাসীর প্রতিবাদে তা করতে পারে নাই। কী আজব, চিকিৎসা দিতে দিচ্ছে না!

- এত করে বলা হচ্ছে ভিড়ের মধ্যে না যেতে, অথচ মসজিদ-মন্দিরে ভিড় কমছেই না! মক্কা, মদিনা, ইরান, ইরাক, কুয়েত, ভারত, নেপাল, ভ্যাটিকান, আমেরিকা, ইংল্যান্ড, শ্রীলংকা, চীন, জাপানসহ সব দেশে মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডা সব বন্ধ করে সবাইকে বলছে নিজ নিজ বাসায় প্রার্থনা করতে। কিন্তু আমাদের দেশে কিছুতেই সেটা করা যাচ্ছে না!

এমনকি হাদিসের রেফারেন্স দিয়েও না; নাকি সেগুলো ঠিকভাবে প্রচারই করা হচ্ছে না!

- বিদেশ থেকে ফিরে মানুষ টেস্ট বা চিকিৎসা না করিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তাদের কেউ কেউ দাওয়াত খাচ্ছেন, কেউ বেড়াতে যাচ্ছেন আত্মিয়-বন্ধুদের সাথে। টেস্ট করার কথা বললেই পালাচ্ছেন। টেস্ট করে পজিটিভ পেলেও পালাচ্ছেন!

- একদিকে বিদেশ ফেরতদের জামাই আদর করছেন, দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, আড্ডা দিচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, আর অন্যদিকে বিদেশ ফেরতদের ঘৃনাও করছেন! একই সময়ে একই সমাজে কী ভয়াবহ বৈপরীত্য!

এসব কেন হচ্ছে?

ভাবুন। ভাবা প্র্যাকটিস করুন। আপনাদেরকে ভাবতেই হবে। জাতীয়, স্থানীয় বা যে পর্যায়ের নেতাই হন, এখন আপনাদের ভাবতেই হবে। প্রশাসন, ধর্মীয় নেতাগন, মিডিয়া এবং সমাজের মুরুব্বিগন - আপনাদের সবাইকে ভাবতে হবে।

এসব হয়তো হচ্ছে ভুল ধারণার জন্য। তাহলে সেই ভুল ধারণা ভাঙাতে হবে। নয়তো সামাজিক বিশৃঙ্খলা সীমা ছাড়িয়ে যাবে। সেটা ভাইরাসের চেয়েও ভয়াবহ দূর্যোগ।

সমাজের ভুল ধারণা ভাঙানোর দায়িত্ব আপনাদের।

ডাক্তার-নার্স আর বিজ্ঞানীরা ভাইরাস সামলাক। আপনারা সমাজ সামলান।


লেখক: নাসের শওকত হায়দার

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh