করোনা মোকাবেলায় ১৬ বছরের ক্রিকেটার দিলেন ১ লাখ রুপি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ০৯:১৭ পিএম

ভারতের হয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা রিচা ঘোষ (১৬) করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে ১ লাখ রুপি দান করেছেন।

রবিবার (২৯ মার্চ) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এ অর্থ দান করেন এই অলরাউন্ডার। 

রিচার পিতা শিলিগুড়ি জেলার ম্যাজিস্ট্রেট সুমন্ত সহায়য়ের কাছে ১ লাখ রুপির (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৩ হাজার টাকা) চেক হস্তান্তর করেন। 

রিচা বলেন, ‘যখন সবাই কোভিড-১৯ এর বিপক্ষে যুদ্ধ করছে এবং মুখ্যমন্ত্রী অনুরোধ জানিয়েছেন সবাইকে একত্রে লড়াই করতে, আমি ভাবলাম দেশের নাগরিক হিসেবে আমার দায়িত্ব সামান্য হলেও এতে অবদান রাখা।’ 

রিচার জন্ম পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh