করোনাভাইরাস: প্রবাসীদের জন্য ব্যক্তি উদ্যোগে নতুন ওয়েবসাইট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ০২:৫৩ পিএম

বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের করোনাভাইরাস সংক্রান্ত তথ্য সহায়তা ও জরুরি সেবা দিতে চালু হয়েছে একটি নতুন ওয়েবসাইট।

গতকাল রবিবার থেকে সাইটটি (www.probashihelpline.com) প্রবাসী বাংলাদেশিদের জন্য খুলে দেয়া হয়। 

নদীপথে কার্গো সার্ভিস ভাড়া নেয়ার অ্যাপ জাহাজী, অনলাইন ট্রাভেল এজেন্সি গো জায়ান এবং ডেটা ও ইনফরমেটিক্স প্রতিষ্ঠান অ্যানালাইজেনের কিছু উদ্যোক্তা একসাথে এ ওয়েবসাইটটি চালু করেছেন।

ওয়েবসাইটটির অন্যতম উদ্যোক্তা আব্দুল্লাহ আল মুঈদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রবাসীরা সাইটে গেলেই তিনি যেদেশে আছেন সে দেশের নাম লেখার পরই সেখানে দূতাবাসের হেল্পলাইন নম্বর পেয়ে যাবেন। অনেক সময়ই হাতের কাছে এটি পাওয়া কঠিন হয়।

জরুরি অবস্থায় প্রবাসীরা যাতে দেশে কল করে সাহায্য পেতে পারেন সেজন্যও এই সাইটে কিছু হটলাইন নম্বর দেয়া আছে।

এছাড়া করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেট, সংক্রমণ এড়াতে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ ও  ডব্লিউএইচও, সরকারের করোনাসংক্রান্ত নিয়ন্ত্রণ সেলের ওয়েবসাইট ও তথ্য সাইটটিতে গেলে পাওয়া যাবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh