টোকিও অলিম্পিক আগামী বছর

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ০৭:৩৪ পিএম | আপডেট: ৩০ মার্চ ২০২০, ০৭:৪৮ পিএম

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে টোকিও অলিম্পিক এক বছর পিছিয়ে দেয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১ সালের ২৩ জুলাই শুরু হবে টোকিও অলিম্পিক। চলবে ৮ আগস্ট পর্যন্ত।

আগের সূচি অনুযায়ী, এ বছরের ২৪ জুলাই থেকে ৯ অগাস্ট পর্যন্ত সময়ে হওয়ার কথা ছিল অলিম্পিক। তবে বিশ্বজুড়ে কোভিড-১৯ রোগের বিস্তারে প্রতিযোগিতাটি এক বছরের জন্য পিছিয়ে দেয়া হয়। একই সঙ্গে প্যারালিম্পিকও স্থগিত হয়ে যায়।

এবারের অলিম্পিক লম্বা সময়ের জন্য পিছিয়ে গেলেও অলিম্পিক মশাল জাপানেই থাকবে। নামও থাকবে অপরিবর্তিত; যথাক্রমে অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস টোকিও ২০২০।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh