ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ০৯:০৩ এএম | আপডেট: ০১ এপ্রিল ২০২০, ০১:০৮ পিএম

সাত সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার শেরপুর ইউপির মাটিকাটা গ্রামের আমজত আলীর ছেলে সিরাজুল ইসলাম এবং নান্দাইল পৌরসদরের কাকচর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে ভ্যানচালক  আব্দুর রাশিদ।

বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৬টার নান্দাইল উপজেলা সদর বাসস্ট্যান্ডের পাশে পল্লীবিদুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্বজনরা জানান, সিরাজুল ইসলাম নিজ বরজের পান বাই-সাইকেলে করে বিক্রি করতে উপজেলা সদরে নিয়ে আসছিলো এবং  আব্দুর রাশিদ সকালে ফসলি জমি দেখতে বাড়ি বের হয়ে মেইন রোডে এসে দুর্ঘটনার শিকার হয়।

নান্দাইল হাইওয়ে পুলিশের  ওসি তৌফিকুল ইসলাম বলেন, মালবোঝাই ট্রাকটি ময়মনসিংহের দিক থেকে নান্দাইল চৌরাস্তার দিকে আসছিলো প্রথমে সিরাজুল ইসলামকে চাপা দেয়, পরে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রাশিদকে চাপা দিলে দুজনেই ঘটনাস্থলে নিহত হয়। আমরা ট্রাকটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। 

স্বজনরা যদি কোনো অভিযোগ না করে মরদেহ নিতে চায় তাহলে দিয়ে দেবো। অভিযোগ করলে মরদেহ মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh