ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ০৬:০৬ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী ইয়াকভ লিৎজম্যান ও তার স্ত্রী।

বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ৭১ বছরের স্বাস্থ্যমন্ত্রী ও তার স্ত্রী এখন কিছুটা ভালো আছেন। তারা চিকিৎসা নিচ্ছেন এবং আইসোলেশনে রয়েছেন।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বয়সের দিক থেকে ইসরায়েলি মন্ত্রিসভার সবচেয়ে বয়স্ক সদস্য লিৎজম্যান। বাসা থেকে তিনি দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন।

ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২১১ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩১ জনের।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh