টিকটকের সুবিধা নিয়ে ইউটিউবে আসছে ‘শর্টস’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ১২:৪৫ পিএম

গুগলের প্রতিষ্ঠান ইউটিউব শিগগিরই ‘শর্টস’  নামের নতুন একটি প্ল্যাটফর্ম নিয়ে আসছে। টিকটকের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে এই নতুন প্লাটফর্ম। এই সেবাটি চলতি বছরের শেষ নাগাদ উন্মোচন করা হতে পারে।

আইএএনএসের খবরে বলা হয়েছে, এখানে টিকটকের মতোই শর্টস-এর মোবাইল অ্যাপের ফিডে সংক্ষিপ্ত ভিডিও আপলোড করতে পারবেন গ্রাহক। পাশাপাশি ভিডিওতে ইউটিউব মিউজিকের লাইসেন্সকৃত মিউজিক যোগ করার সুযোগ পাওয়া যাবে। 

যেসব মিউজিকের লাইসেন্স করেছে সেগুলো ব্যবহারকারীরা ভিডিওর সাউন্ডট্র্যাকে যোগ করতে পারবেন।

সাম্প্রতিক সময়ে টিকটক সব সোশ্যাল মিডিয়ার উপর প্রভাব ফেলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক এর জনপ্রিয়তা এখন তুঙ্গে। ভারতে ফেসবুক ও গুগলের কাছে একটা বড় চ্যালেঞ্জের জায়গায় হয়ে উঠেছে টিকটক।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh