তামিম-মুশফিকদের বেতন কাটবে না বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৪:১৯ পিএম

করোনাভাইরাস স্তব্ধ করে দিয়েছে মাঠের ক্রিকেট। এই স্থবিরতায় সামনে চলে এসেছে আর্থিক ক্ষতির বিষয়টি। ক্ষতি কমাতে ইতোমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইঙ্গিত দিয়েছে তাদের ক্রিকেটারদের বেতন কর্তনের। তবে সে পথে হাঁটছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা নিশ্চিত যে আমাদের এই মুহূর্তে বেতন কাটার সিদ্ধান্ত নিতে হবে না। কারণ আমরা বেশ কিছু সময়ের জন্য টিকে থাকতে পারবো এবং আমরা আশা করি সেই সময়ের মধ্যেই সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। যেহেতু সবকিছু অনিশ্চিত, তাই আমরা সচেতনতা অবলম্বন করছি। তবে আমরা আমাদের আর্থিক শক্তি সম্পর্কেও অবগত এবং আশা করি এটি আমাদের এই সঙ্কট কাটিয়ে উঠতে যথেষ্ট হবে। সঙ্কটের এই সময়ে আমরা কিভাবে ক্রিকেটার এবং আমাদের অন্যান্য কর্মচারীদের পাশে থাকতে পারি, সে বিষয়ে আমরা কাজ করছি।’

বিসিবি এরই মধ্যে চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের ৩০ হাজার ও নারী ক্রিকেটারদের ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh