সহায়তার নামে চাঁদাবাজি বরদাস্ত করা হবে না: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ১২:৫৯ পিএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২০, ০১:৩০ পিএম

মাহবুব উল আলম হানিফ

মাহবুব উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দরিদ্রদের সহায়তার নামে কেউ কোনোরকম চাঁদাবাজি করলে তা বরদাস্ত করা হবে না।

আজ শনিবার (৪ এপ্রিল) সকালে কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জনগনের অসহায়ত্বের সুযোগ নিয়ে সহায়তার নামে অনেকে চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, দরিদ্রদের সহায়তার নামে কোনো চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠবে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, স্বতস্ফুর্তভাবে অনেকে জনগণকে সহযোগিতা করছেন। তার পাশাপাশি আমাদের কাছে খবর এসেছে দরিদ্রতার সুযোগ নিয়ে অনেকে চাঁদাবাজি করছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে সরকারি নির্দেশনা ও চিকিৎসকদের পরামর্শনুযায়ী চললে বির্পযয়ের সম্মুখীন হতে হবে না।

তিনি বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে যার যতটুকু সামর্থ্যে আছে ততটুকু নিয়ে জনগণের পাশে দাঁড়িয়ে এই দুর্যোগ মোকাবেলা করতে হবে।

এ সময় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh