ছুটিতে মিলবে সঞ্চয়পত্রের সুদ ও মেয়াদপূর্তির টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০৪:৫৬ পিএম

সরকার ঘোষিত সাধারণ ছুটিতে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (৫ এপ্রিল) বাংলাদেশ একটি প্রজ্ঞাপন জারি করে সঞ্চয়পত্রের সুদ ও মেয়াদপূর্তি হওয়া সঞ্চয়পত্র নগদায়ন করতে সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দিয়েছে।

২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সীমিত আকারে ব্যাংক চালু রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তখন আন্তঃব্যাংক চেক ক্লিয়ারিংসহ বেশ কয়েকটি সেবা বন্ধ রাখা হয়েছিল। পরবর্তী সময়ে আরো দুটি প্রজ্ঞাপন জারি করে ওই সেবাগুলো দেয়ার নির্দেশ দেয় ব্যাংক। বন্ধ ছিল সঞ্চয়ত্রের সুদ স্থানান্তর ও মেয়াদ শেষে নগদায়ন। নতুন করে একটি প্রজ্ঞাপন জারি করে এই সেবা দুটিও চালু করার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর সাথে ব্যাংকে লেনদনের সময়ও বাড়ানো হয়েছে। ৫ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ব্যাংকগুলোতে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এই সময়ে গ্রাহকের প্রয়োজনে নগদ-চেকে জমা-উত্তোলনের পাশাপাশি ডিডি-পেঅর্ডার ইত্যাদি ইস্যু, ট্রোজারি চালান জমাসহ বাংলাদেশ ব্যাংক চালু রাখা বিভিন্ন পেমেন্ট সিস্টেমস-ক্লিয়ারিংয়ের আওতাধীন লেনদেন সুবিধা নিশ্চিত করতে হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh