করোনা রোগী চিহ্নিত করবে নতুন অ্যাপ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০২:৪২ পিএম | আপডেট: ০৬ এপ্রিল ২০২০, ০২:৪৬ পিএম

করোনা আতঙ্কে কাটছে মানুষের দিন। তাই এই সময়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ করোনাভাইরাস নিয়ে ভীতি দূর করতে, সচেতনতা বাড়াতে এবং আশপাশের মানুষ কেউ এ ভাইরাসে আক্রান্ত কিনা সে বিষয়ে তাৎক্ষণিক তথ্য দেয়ার একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে। 

অ্যাপটির নাম ‘করোনা আইডেন্টিফায়ার’। এর মাধ্যমে মুহূর্তেই করোনা রোগী চিহ্নিত করা যাবে। এই অ্যাপটি পরিচালনার দায়িত্ব পেয়েছে টেলিটক। অ্যাপটিতে কারিগরি সহায়তা দিচ্ছে রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড।

‘করোনা আইডেন্টিফায়ার’ অ্যাপটি আপাতত পরীক্ষামূলক স্তরে রয়েছে। শিগগিরই অ্যাপটি গুগল প্লেস্টোর এবং অ্যাপল স্টোরে পাওয়া যাবে। তবে অ্যাপটি এপিকে-এর মাধ্যমে (http://coronaidentifier.teletalk.com.bd/) অনেকেই ব্যবহার শুরু করেছেন। 

সংশ্লিষ্টরা জানান, অ্যাপটির মাধ্যমে কিছু টেস্ট করারও সুযোগ রয়েছে। ‘করোনা আইডেন্টিফায়ার’ অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারী বুকের এক্সরে ইমেজ অনলাইনে ও মোবাইলে আপলোড করে মিনিটের মধ্যে করোনা টেস্ট রেজাল্ট পাবেন। ব্যবহারকারী করোনা আক্রান্ত এমন শনাক্ত হয়ে থাকলে মুহূর্তের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নিতে পারবে। ফলে দীর্ঘসময় টেস্টের ফলের জন্য অপেক্ষা করতে হবে না।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক দফায় আমার বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে একটি সহজলভ্য অ্যাপ তৈরির সিদ্ধান্ত গ্রহণ করি। কারিগরি টিম দিয়ে দ্রুত এটার বাস্তবায়নও করি। আশাকরছি এই অ্যাপের মাধ্যমে আমাদের দেশের করোনাভাইরাসের সংক্রমণের তথ্য ও কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh