কানাডায় করোনায় দ্বিতীয় বাংলাদেশির মৃত্যু

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০৩:০৭ পিএম | আপডেট: ০৬ এপ্রিল ২০২০, ০৩:০৯ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কানাডায় মুক্তিযোদ্ধা হাজী তুতিউর রহমান তুতি (৭৫) মারা গেছেন। তার বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়। 

স্থানীয় সময় রবিবার (৫ এপ্রিল) রাত সোয়া ১০টায় দেশটির টরোনটো মাইক্যাল গ্যারন হাসপাতালে তিনি মারা যান। গত দুই সপ্তাহ ধরে তিনি আইসিইউতে ছিলেন। 

কানাডার টরোনটোর জালালাবাদ বার্তা ডটকমের সম্পাদক রুহুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। 

তুতিউর রহমান কানাডায় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ছিলেন।

রুহুল চৌধুরী জানান, লাশ ডল ল্যান্ডের মদিনা মসজিদ জানাজা-দাফনে অস্বীকার করেছে। এই পরিস্থিতিতে সেখানে করোনায় মৃত ব্যক্তিদের জানাজ-দাফন স্থগিত রয়েছে। পরিবার নাগেট মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে। এ নিয়ে আজ সোমবার সিদ্ধান্ত হবে। তবে নাগেট মসজিদে জানাজা হলে পিকারিং কবরস্থানে দাফন করা হবে তিনি জানান।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে কানাডায় দ্বিতীয় বাংলাদেশির মৃত্যু হলো। এর আগে গত ৪ এপ্রিল দেশটির রাজধানী অটোয়াতে প্রথম বাংলাদেশি হিসেবে মারা যান হাজী শরিয়তুল্লাহ। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh