মানিকগঞ্জে তাবলিগ জামাতের ৩ জন করোনায় আক্রান্ত

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ০৩:২৯ পিএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২০, ০৩:৩১ পিএম

মানিকগঞ্জের ম্যাপ।

মানিকগঞ্জের ম্যাপ।

ফরিদপুর থেকে মানিকগঞ্জের সিংগাইরে শা’দ পন্থি তাবলিগ জামাতে আসা ১১ জনের নমুনা পরীক্ষায় তিনজন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার (৭এপ্রিল) বেলা ১১টার দিকে সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। 

আক্রান্তরা হলেন- মজিবর রহমান মোল্লা (৮০), হায়দার মোল্লা (৬৫) ও আমিনুল ইসলাম (৪১)।

আনোয়ারুল আমিন আখন্দ বলেন, গত ২৪ মার্চ ফরিদপুর থেকে মানিকগঞ্জের সিংগাইরের বাইতুল মামুর ও মারকাযুল মা আরিফ ওয়াদ-দা ওয়াহ মাদ্রাসায় তাবলিগ জামায়াতে এসেছিলেন ১২ সদস্যের একটি দল।

তিনি বলেন, এদের মধ্যে গত শনিবার আব্দুল বাকী নামে ৬০ বছরের এক বৃদ্ধের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে ঢাকায় আইইডিসিআরে পরীক্ষা করালে তিনি করোনায় আক্রান্ত বলে নিশ্চিত হয়। পরবর্তীতে রবিবার ওই মাদ্রাসাসহ পুরো সিংগাইর পৌরসভা লকডাউন করে দেয় স্থানীয় প্রশাসন।

সেই সঙ্গে তাবলিগ জামায়াতের ১১ সদস্যকে ওই মাদ্রাসায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। একই সঙ্গে জামায়াতে যোগ দেওয়া স্থানীয় ৬ জনকে এবং তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

শনাক্ত তিনজনকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখার প্রস্তুতি চলছে বলেও জানান সিভিল সার্জন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh