শেরপুরে কর্মহীন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ০৫:১৩ পিএম

সম্প্রতি সারাদেশে করোনা সতর্কতার কারণে প্রায় ১৪ দিন যাবত সকল প্রকার দোকানপাট বন্ধ থাকায় শেরপুরের শতাধিক জুয়েলারি দোকানও বন্ধ রয়েছে। ফলে স্বর্ণ শিল্পের সাথে জড়িত অসংখ্য শ্রমিক বেকার হয়ে পড়েছে।

এসব বেকার শ্রমিকদের কথা চিন্তা করে বিশেষ করে একেবারেই দিন আনে দিন খায় এমন প্রায় অর্ধশত শ্রমিককে বাংলাদেশ জুয়েলার্স সমিতি ‘বাজুস’ এর শেরপুর জেলা শাখার পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বাজুস শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সুশীল মালাকারের কারখানায় এসব কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।

এতে আরো উপস্থিত ছিলেন, বাজুসের সহ-সভাপতি শাহজাহান, সহ-সাধারণ সম্পাদক রফিক মজিদ, শামছুদ্দিন সমেজ, রতন কর্মকার প্রমুখ।

এসময় প্রতিজনকে ৮ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল ও আধা কেজি লবণ বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh