কুড়িগ্রামে করোনা সন্দেহে ১৬ জনের নমুনা সংগ্রহ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ০৬:০২ পিএম

কুড়িগ্রামে করোনা সন্দেহে গত চার দিনে জেলার ৮ উপজেলায় ১৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো কারো নমুনা পরীক্ষার ফলাফল আসেনি।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত চার দিনে সদর উপজেলায় চার জন, ভুরুঙ্গামারী উপজেলায় তিন জন, চিলমারী উপজেলায় তিন জন, উলিপুর উপজেলায় দুই জন এবং রাজারজাট, নাগেশ্বরী, রৌমারী, রাজিবপুরের এক জনের করে নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১০ জনসহ ৩০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ পর্যন্ত ৩৫৭ জনের মধ্যে ৩২৭ জনের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে।

কুড়িগ্রামের সিভিল সার্জন হাবিবুর রহমান জানান, জেলায় ৩৫৭ জনের মধ্যে ৩২৭ জনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে।

এ পর্যন্ত করোনা উপসর্গ সন্দেহে ১৬ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো ফলাফল পাওয়া যায়নি বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh