সুনামগঞ্জে এক গ্রাম লকডাউন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ০৬:৩২ পিএম

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি গ্রাম স্বেচ্ছায় লকডাউন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না লোকজন স্বেচ্ছায় গ্রামটি লকডাউন করেছেন।

এলাকাবাসী জানান, করেনার সংকট মোকাবেলায় নিজেদের এবং অন্যদের সুরক্ষায় জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না লোকজন স্বেচ্ছায় গ্রামটি লকডাউন করেছেন।

গ্রামের সব প্রবেশদ্বারে বাঁশ দিয়ে প্রতিরোধ গড়ে তোলে প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়।

গ্রামবাসীর পক্ষে বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে জানানো হয়, জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের না হওয়ার জন্য। অন্য গ্রামের লোকজন অপ্রয়োজনে গ্রামে প্রবেশ না করতে অনুরোধ করে হাতে লেখা নোটিশ টাঙানো হয়েছে।

বাঘময়না গ্রামের যুবক সালেহ আহমদ জানান, গ্রামের পঞ্চায়াতের সিদ্ধান্ত মোতাবেক গ্রাম লকডাউন করা হয়েছে।

তিনি জানান, সম্প্রতি রাজধানী থেকে ১৫-১৬ জন গার্মেন্ট শ্রমিক গ্রামে ফিরেছেন। তাদেরকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

গ্রামের পঞ্চায়েত প্রধান স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুন্দর আলী জানান, করোনার সংক্রমণ থেকে নিজের সুরক্ষায় গ্রামবাসীর সম্মতিক্রমে সোমবার রাতে লকডাউনের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে লোকজন গ্রাম লকডাউন করে দিয়েছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম জানান, শুনেছি গ্রামবাসী লকডাউন করেছেন।

প্রাণঘাতী করোনা প্রতিরোধে সবাইকে একান্ত জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে বের না হয়ে ঘরে নিরাপদে থাকার জন্য আহ্বান জানিয়ে ছিলেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh