সুনামগঞ্জে জ্বর-শ্বাসকষ্টে যুবকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০৮:৫০ এএম

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তরপুর গ্রামে সর্দি-জ্বর ও শ্বাসকষ্টজনিত কারণে আব্দুস সালাম (২২)নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে তার নিজ বাড়িতেই মৃত্যু হয়। 

লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।  

করোনাভাইরাসের লক্ষণ সর্দি-জ্বর ও শ্বাসকষ্টে তার মৃত্যু হওয়ায় গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মৃতের বাড়িতে কাউকে যেতে নিষেধ করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। 

এছাড়াও ওই বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। ২২বছর বয়সের ওই যুবক নরসিংদী জেলায় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন বলে স্থানীয়রা জানান। বাড়ি আসার পর কিছুদিন ধরে তিনি সর্দি-জ্বর ও কাশিতে আক্রান্ত ছিল।

দোয়ারা বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন ওই যুবকের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বুধবার (৮ এপ্রিল) সকালে তার সমুনা সংগ্রহ করা হবে। পরে জানানো হবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না।   

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh