অবশেষে লকডাউন উঠে গেল উহান শহরে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০৯:১৭ এএম

ছবি: বিবিসি

ছবি: বিবিসি

চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয় গত বছরের ডিসেম্বর মাসে এবং এরপর থেকে প্রায় ১১ সপ্তাহ ধরে লকডাউন ছিল শহরটি।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার ঠেকাতে গোটা বিশ্বে একের পর এক দেশ যখন লকডাউন করে দেয়া হচ্ছে তখন এর উৎপত্তিস্থল উহানে মঙ্গলবার মধ্যরাত থেকে সকল বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়া হয়েছে। মানুষ এখন নির্বিঘ্নে চলাচল করতে পারবে। 

ওই শহর থেকেই ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হলে গত ২৩ জানুয়ারি পুরো উহান লকডাউন করে দেয়া হয়। বেইজিং কর্তৃপক্ষ শহরটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। ঘরবন্দি করে রাখে ১ কোটিরও বেশি মানুষকে।

আজ থেকে উহানে ট্রেন, সড়কে চলাচলকারী সব ধরনের পরিবহন এবং অন্যান্য রেল সংযোগ পুনরায় চালু করে দেয়া হয়েছে। 

করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর চীনে তিন হাজার ৩০০ জনের বেশি মানুষ মারা গেছে। সরকারি হিসেব অনুযায়ী, দেশটিতে ৮১ হাজার ৭৪০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ ৭৭ হাজারের বেশি। -বিবিসি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh