জবি শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ১০:০৭ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, গত ১ সপ্তাহ ধরে ওই ছাত্রের জ্বর ও মাথা ব্যথা ছিল। গত সোমবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) হটলাইনে ফোন দিলে তাকে সেখানে নিয়ে যায়। পরে গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) পরীক্ষা শেষে তার করোনা পজিটিভ আসে।

এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ওই ছাত্র ও তার পরিবারের আমরা সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছি। সে উত্তরায় তার পরিবারের সাথে আছে। আজ বুধবার (৮ এপ্রিল) আইইডিসিআর কর্তৃপক্ষ তাকে আইসোলেশনে নিয়ে যাবে, তার পরিবারকেও হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

তিনি বলেন, আমরা বলেছি, যেকোনো সহযোগিতায় আমাদেরকে জানানোর জন্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh