মৃত্যুপুরী নিউইয়র্ক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ১২:৩৮ পিএম

বিশ্বে ভয়াবহ রূপ নিয়েছে করোনা সংকট। সাড়ে ৮৮ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়া এই ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর এখন মৃত্যুপুরীর মতো।

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি সবচেয়ে নাজুক। দেশটির মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা নিউইয়র্কের। নিউইয়র্কে করোনার থাবা প্রবল আকার ধারন করেছে। 

একের পর এক মানুষ সংক্রমিত হচ্ছে। মৃতের সংখ্যা বাড়ছে। অবস্থা এমন যে হাসপাতালগুলোর হিমাগারে লাশ রাখার জায়গা শেষ। এখন রেফ্রিজারেটর ট্রাক এনে রাখা হয়েছে হাসপাতালগুলোর সামনে।

ফিউনারেল হোমগুলোতে জায়গা নেই। একসাথে তিন বা চারটি লাশ রাখা যায় এসব হোমে। অথচ এখন তারা সারা দিনে ৫০-৬০টি মরদেহ দাফনের প্রক্রিয়া করছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh