করোনাভাইরাস

১০০ কোটি ডলার দিচ্ছেন টুইটার প্রধান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ১২:৪৬ পিএম

জ্যাক ডরসি।

জ্যাক ডরসি।

করোনা মাহামারিতে সারা বিশ্ব এখন বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে অনেকেই এগিয়ে আসছেন মানুষের কল্যাণে। এবার করোনাভাইরাস মোকাবেলায় টুইটার প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি ১০০ কোটি ডলার সহায়তা দিচ্ছেন।

টুইটারে তিনি জানান, করোনা সংক্রমণ রোধে এই সহায়তা এখন খুব জরুরি হয়ে পড়েছে।

পেমেন্ট অ্যাপ স্কয়ারের মালিক জ্যাক ডরসির ঘোষিত এই সহায়তা তার সম্পদের ২৮ শতাংশ।

তবে করোনা মোকাবেলায় তার এই সহায়তা ঠিক কোথায় বা কোন প্রতিষ্ঠানকে দেয়া হবে সেটি নিশ্চিত করেননি তিনি।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি বিপর্যস্ত অবস্থায় আছে যুক্তরাষ্ট্র।

দেশটিতে আক্রান্তের সংখ্যা এখন প্রায় ৪ লাখ। যার মধ্যে মারা গেছেন প্রায় ১৩ হাজার। বিপুল চাহিদার কারণে ভেন্টিলেটর এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর সংকটে পড়েছে দেশটি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh