তাবলিগ থেকে ফেরা ২৯ ব্যক্তি কোয়ারেন্টিনে

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ০২:৫১ পিএম

পটুয়াখালীর ম্যাপ।

পটুয়াখালীর ম্যাপ।

পটুয়াখালীর কলাপাড়ায় ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় তাবলিগ জামাত থেকে ফেরা ২৯ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে অনেকেই বিভিন্ন জেলা থেকে নিজ জেলায় ফিরেছেন।

পরে সকাল থেকে এদের ১০ জনের একটি দলকে নাচনাপাড়া গ্রামের পীর বাড়ির মসজিদে এবং চারজনের একটি দলকে খেপুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ১৫ জনকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া মহিপুর থানা পুলিশ  চারজনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করেছেন। 

উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এবং উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. চিন্ময় হাওলাদার এখবর নিশ্চিত করেছেন।

কোয়ারেন্টিনে থাকা এসব ব্যক্তিরা কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার স্থায়ী বাসিন্দা।

ঢাকা, নারায়ণগঞ্জ থেকে ফেরা তাবলিগ জামাত গ্রুপটির আমির মোহাম্মদ হেমায়েত উদ্দিনের বরাত দিয়ে ইউএনও জানান, এই দলের মোট ৫০ জন সদস্য ছিল। যারা এখনো কোয়ারেন্টিনে আসেনি তাদের তালিকা সংগ্রহ করে প্রত্যেকের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হবে। ইতোপূর্বে আরো ৯ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এ নিয়ে কলাপাড়ায় মোট ৩৮ জনের কোয়ারেন্টিন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নিশ্চিত করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh