করোনায় ইতালিতে প্রাণ গেলো ১০০ চিকিৎসকের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ০২:৩৭ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে এখন পর্যন্ত  ১০০ চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত চিকিৎসকদের তালিকায় অবসরপ্রাপ্ত চিকিৎসকও রয়েছেন। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা দেশটির একটি স্বাস্থ্য অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। 

স্বাস্থ্য অ্যাসোসিয়েশনের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, দুর্ভাগ্যজনক হলেও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসকদের মৃত্যুর সংখ্যা ১০০ জন। হতে পারে তা ১০১।

ইতালির সংবাদমাধ্যমের খবর অনুসারে, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো অন্তত ৩০ জন নার্স ও নার্স সহকারীর মৃত্যু হয়ে থাকতে পারে।

এই ভাইরাসে মৃতের দিক থেকে ইতালির অবস্থান সবার ওপরে। মৃতের সংখ্যা ১৮ হাজার দু’শো ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh