কারিগরি ও মাদরাসা শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ০৫:০১ পিএম

কারিগরি ও মাদরাসা শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক ব্যাংকে পাঠানো হয়েছে।

অনুদান বণ্টনকারী চারটি ব্যাংকে চেক পাঠানো হয়েছে বলে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এ টাকা আগামী ১৩ এপ্রিলের মধ্যে তোলা যাবে।

জানা যায়, মাদরাসা ও কারিগরি শিক্ষকদের বৈশাখী ভাতা দিতে প্রায় ৫৩ কোটি টাকার মতো প্রয়োজন হবে। 

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ নভেম্বর বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকেই শিক্ষকরা ৫ শতাংশ ইনক্রিমেন্ট পাচ্ছেন। মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা পাচ্ছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh