শেরপুরে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০৮:৩৬ পিএম

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার মেয়র কাউন্সিলরদের মাসিক সম্মানী ভাতা ও কর্মচারী কর্মকর্তাদের এক মাসের বেতন ও বৈশাখী ভাতা দিয়ে পৌরশহরের কর্মহীন প্রায় পাঁচ হাজার দুস্থদের মাঝে ত্রাণ সহায়তা দিলেন পৌর সভার মেয়র আবুবক্কর সিদ্দিক।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে পৌর শহরের  তারাগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ ত্রাণ বিতরণ করেন।

এতে প্রতিজনকে পাঁচ কেজি চাল, আধা কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি লবণ ও একটি হাত ধোয়া সাবান তুলে দেন। এ সময় উপস্থিত সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ গ্রহণ  করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদেও চেয়ারম্যান মুকসেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, পৌরসভার মেয়র আবুবক্কর সিদ্দিক প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh