কাঁচাবাজার রাস্তার পাশে বসানোর পরামর্শ ডিএমপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ০৮:৪৭ এএম

ঢাকা মহানগরীতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রতিষ্ঠিত কাঁচাবাজারগুলো রাস্তার পাশে বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

এজন্য রাস্তার পাশে এক দোকান থেকে আরেক দোকানের দূরত্ব ২০-২৫ ফুট রাখার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেয়া হয়েছে।

আজ শনিবার (১৮ এপ্রিল) থেকে বাজারের ভেতরের দোকান রাস্তার পাশে নিয়ে আসার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মাসুদুর রহমান এ কথা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাঁচাবাজারগুলোর ভেতরে জায়গা কম থাকায় ক্রেতাদের গাদাগাদি করে কেনাকাটা করতে হচ্ছে। এতে করে বাজার থেকে করোনাভাইরাস সংক্রমিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে ডিএমপির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নগরবাসী ও সবজি বিক্রেতাদের করোনাভাইরাসের সংক্রামণ রোধে সামাজিক দায়বদ্ধতা থেকে সর্বাত্মক সহযোগিতার প্রত্যাশা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ওই কর্মকর্তা আরো বলেন, ঢাকা মহানগরীর যেখানে যে কাঁচাবাজার রয়েছে, তার সংলগ্ন রাস্তার পাশে দোকানগুলো নিয়ে আসা হবে। আজ শনিবার (১৮ এপ্রিল) থেকে বাজারের ভেতরের দোকান রাস্তার পাশে নিয়ে আসার কার্যক্রম শুরু হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh