২৫ এপ্রিল থেকে মাহে রমজান!

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ১০:১০ এএম

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই আগামী শনিবার (২৫ এপ্রিল) থেকে শুরু হতে পারে পবিত্র মাহে রমজান। তবে তা চাঁদ দেখার সাথে সম্পৃক্ত। 

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভারত-বাংলাদেশে ২০২০ সালের রমজানের প্রথম রোজা হবে ২৫ এপ্রিল। ২৪ এপ্রিল (শুক্রবার) রমজানের চাঁদ দেখা যাবে।যেহেতু চাঁদ দেখার ক্ষেত্রে শরিয়ত নির্দেশিত সাক্ষীর কথা গ্রহণযোগ্য হয়। ফলে মুসলিম বিশ্ব চাঁদ দেখেই পালন করবেন পবিত্র রমজান মাসের রোজা।

২৯ শাবান (২৪ এপ্রিল) যদি রমজানের চাঁদ দেখা যায় তবে ২৪ তারিখ তারাবিহ পড়ে ভোর রাতে সেহরি খেতে হবে। ২৫ এপ্রিল হবে রমজানের প্রথম রোজা। শাবান ৩০ দিন পূর্ণ হলে সে হিসেবে রমজানের প্রথম রোজা হবে ২৬ এপ্রিল।

এদিকে এ বছর বাংলাদেশে আরবি ১৪৪১ হিজরি সনের সপ্তম মাস রজব ৩০ দিন পূর্ণ হয়েছিল। সৌদি আরবে রজব মাস ছিল ২৯ দিনে। শাবান মাসে এসে সৌদি আরবের সাথে বাংলাদেশের ব্যবধান দুদিনে এসে দাঁড়িয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh