ফের এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ১০:৫৫ এএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২০, ১০:৫৮ এএম

ফের এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্ণধার মুকেশ আম্বানির নাম উঠলো। চীনের আলিবাবা গ্রুপের জ্যাক মা কে হারিয়ে শীর্ষ ধনীর তালিকায় নাম লিখিয়েছেন তিনি। 

মুকেশ আম্বানির মালিকানাধীন জিওর ৯ দশমিক ৯৯ শতাংশ কিনে নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সোশ্যাল মিডিয়া কোম্পানি ফেসবুক। এতে বুধবার মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ৩৯ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারে, যা আলিবাবার জ্যাক মার নিট সম্পদ অপেক্ষা ৩ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বেশি। অথচ ফেসবুক জিও’র স্টক কেনার আগে আম্বানির সম্পদের পরিমাণ ছিল ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স এই তথ্য জানিয়েছে।

ফেসবুক মঙ্গলবার ভারতের চরম ঋণগ্রস্ত প্রতিষ্ঠান রিলায়েন্স জিওর শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। জিওর ৯ দশমিক ৯৯ শতাংশ (৫৭০ কোটি) শেয়ার কিনে নেয়ার ঘোষণা দিয়ে ফেসবুক জানিয়েছে, অন্য কোনো কোম্পানিতে এটিই তাদের সবচেয়ে বড় বিনিয়োগ। ভারতের প্রতি প্রতিশ্রুতি অনুযায়ী তারা এই পদক্ষেপ নিয়েছে। তাদের বাইরে এখন ফেসবুকই জিওর সর্বাধিক শেয়ারের মালিক।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স বলছে, এর আগে আন্তর্জাতিক বাজারে ১৪ বিলিয়ন ডলার হারায় বিশ্বের অন্যতম তেল শোধন কোম্পানি আম্বানির রিলায়েন্স গ্রুপ। অন্যদিকে কোভিড-১৯ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (হু) ১০০ মিলিয়ন মাস্ক সরবরাহ করে জ্যাক মার আলিবাবা গ্রুপ। এতে মঙ্গলবার তার সম্পদ কমে যায় প্রায় এক বিলিয়ন ডলার। ফলে এশিয়ার শীর্ষ ধনীর জায়গাটা হয়ে যায় আম্বানির।

মুকেশ আম্বানি ফোর্বস সাময়িকীর করা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির তালিকায় ৩৮তম স্থান অধিকার করেন ২০১৬ সালে। এই তালিকায় তিনিই একমাত্র ভারতীয়। ২০১৮ সাল পর্যন্ত আম্বানি টানা ১২ বছর এই সাময়িকীর তালিকায় ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি স্থান ধরে রাখেন।

২০১৯ সালে ফোর্বসের বিশ্বজোড়া কোটিপতি তালিকায় ১৩তম ছিলেন তিনি। তার মোট সম্পত্তির পরিমাণ ৫০০০ কোটি মার্কিন ডলার। 

সূত্র : হিন্দুস্তান টাইমস

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh