ভিআইপিদের আলাদা চিকিৎসার ব্যবস্থা করা হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ০৩:২৯ পিএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২০, ০৪:৪৭ পিএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত হলে ভিআইপিদের জন্য আলাদা চিকিৎসার ব্যবস্থা করার যে খবর বিভিন্ন গণমাধ্যমে এসেছে তা সঠিক নয়।

তিনি বলেন, করোনার চিকিৎসায় ভিআইপিদের জন্য আলাদা কোনো ব্যবস্থা সরকার করেনি। সবার জন্য একই হাসপাতালে একই চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এসময় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো বিবৃতি না দিতে অনুরোধ করে মন্ত্রী বলেন, এতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।

হাসপাতাল লকডাউনের বিষয়ে তিনি জানান, কোনো হাসপাতাল লকডাউন করা হয়নি, করা হবে না।

এর আগে করোনা আক্রান্ত হলে ভিআইপিদের জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থা করার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh