সিগারেট খাওয়া নিয়ে মারামারিতে ২ বন্ধুর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ১২:০৩ পিএম

চট্টগ্রামের সীতাকুন্ডে সিগারেট খাওয়া নিয়ে মারামারিতে শাহিন (২০) ও জিহাদ (২২) নামের দুই বন্ধু নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে সীতাকুন্ড পৌরসভার ৫নং ওয়ার্ড ভূইঁয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

শাহীন একই ওয়ার্ডের মিনার হোসেনের ছেলে ও জিহাদ পার্শ্ববর্তী ৭নং ওয়ার্ড আমিরাবাদের আব্বাস উদ্দিনের ছেলে।

দুজনকে মারাত্মক আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে শাহীন ও সকাল সাড়ে ৭টার দিকে জিহাদ মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সিগারেট খাওয়া নিয়ে ইরফান নামের নবম শ্রেণির এক ছাত্রের সাথে একই এলাকার কয়েকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এই ঘটনা মীমাংসার জন্য পরদিন রাতে দোয়াজীপাড়ার মুছাঘাটা নামক এলাকায় দুই পক্ষের মধ্যে বৈঠক হওয়ার কথা। কিন্তু বৈঠকে উভয়পক্ষের মধ্যে আবারো বাড়াবাড়ি আরম্ভ হলে একপর্যায়ে শাহীন ও জিহাদকে কিরিজ দিয়ে কুপিয়ে আহত করে অপরপক্ষ।

পরে খবর পেয়ে পরিবারের লোকজন দুজনকে উদ্ধার করে সীতাকুন্ড সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় উভয়ে মারা যান।

সীতাকুন্ড থানার ইন্সপেক্টর ইন্টেলিজেন্স সুমন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশের চারটি টিম কাজ করছে। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh