সরকার ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে আছে: পলক

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৪:৫৯ পিএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, চলনবিল কৃষি প্রধান এলাকা। শিলাবৃষ্টির কারণে এলাকার কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। ধৈর্য ও সহনশীলতার সাথে ক্ষতি মোকাবেলা করতে হবে। বর্তমান সরকার কৃষকদের পাশে আছে, থাকবে।

তিনি বলেন, মানসিক ভাবে আমাদের শক্তিশালী হতে হবে, মহান আল্লাহর কাছে ভরসা রেখে ধৈর্য মোকাবিলা করতে হবে। কৃষকদের উন্নয়নে সরকার কাজ করছে। ভর্তুকি দিয়ে বিনামূল্যে সার ও বীজ দিচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে তিনি ছাতারদিঘী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন এবং কৃষকদের সাথে উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাজাহান আলী, সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাদশা, পিআইও আল আমিন সরকার প্রমুখ।

পরে তিনি ৬ পরিবারকে ঢেউটিন ও নগদ টাকা প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh