তাহসানের প্রথম অ্যালবাম নিলামে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ১০:২৮ এএম

তাহসান খান।

তাহসান খান।

করোনার কারণে দেশে চলছে লকডাউন। এসময় অসহায় ও দুস্থরা পড়েছে বিপাকে। এই পরিস্হিতিতে অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে দাঁড়াতে নিজের প্রথম ও প্রিয় অ্যালবাম নিলামে তুলছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। 

এক স্ট্যাটাসের মাধ্যমে এ কথা জানান গায়ক নিজেই।

তাহসানের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ২০০৪ সালে। অ্যালবামটির নাম ‘কথোপকথন’। এই অ্যালবামটির ‘ঈর্ষা’ গানটি এখনো শ্রোতামহলে বেশ জনপ্রিয়। ‘কথোপকথন’ অ্যালবমা ও ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক পৃষ্ঠাটি এবার নিলামে তুলছেন তাহসান। 

জানা গেছে, ‘অকশন ফর অ্যাকশন’ শিরোনামে বিশেষ একটি নিলামে উঠছে ‘কথোপকথন’ অ্যালবামটির মূল মাস্টার ডেট কপি ও ‘ঈর্ষা’ গানটির হাতে লেখা লিরিক পৃষ্ঠাটি। 

তাহসান আরো জানিয়েছেন, নিলাম জয়ীকে বাসায় পিয়ানো বাজিয়ে শোনাবেন।

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে নিলামে অংশ নেয়া যাবে। সর্বোচ্চ দাম বলা ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্যগুলো পাবেন। নিলামের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ টাকা।

এর আগে ২০১৬ সালে ফুসফুস ক্যানসারে আক্রান্ত লাকী আখান্দের চিকিৎসা সহায়তায় নিজের অটোগ্রাফ দেয়া দুটি টি-শার্ট নিলামে তুলেছিলেন তাহসান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh