বাতিল হতে পারে টোকিও অলিম্পিক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ০৮:৫৫ পিএম

করোনার প্রভাবে এরই মধ্যে টোকিও অলিম্পিকের ২০২০ সালের আসরটি চলে গেছে ২০২১ সালে। আগামী বছরের মাঝামাঝিতে (২৩ জুলাই) শুরু হওয়ার কথা আসরটি বাতিলের শঙ্কা দেখা দিয়েছে। অলিম্পিক আয়োজক কমিটির প্রধান ইয়েশিরো মরি জানিয়েছেন, যদি আগামী বছরও এই করোনাভাইরাস বিদায় না হয়, তবে আর পেছানো নয়, বাতিল করা হবে টোকিও অলিম্পিক।

যদি করোনাভাইরাসের প্রকোপ ২০২১ সালেও বিদ্যমান থাকে, তাহলে কী হবে? এমন প্রশ্নের জবাবে ইয়েশিরো মরির জানান, ‘না, সেক্ষেত্রে এটা বাতিল করা হবে।’

অলিম্পিক আয়োজক কমিটির প্রধান জানান, এর আগে শুধুমাত্র যুদ্ধের কারণেই অলিম্পিক বাতিলের ঘটনা ঘটেছে। এমন কোনো কারণে নয়। করোনার বিরুদ্ধে যুদ্ধকে তিনি ‘অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই’ বলে অভিহিত করেছেন।

যদিও টোকিও অলিম্পিকের আরেকজন মুখপাত্র মাসা তাকায়া ‍আসর বাতিলের শঙ্কাকে উড়িয়েই দিয়েছেন। তার মতে, ইয়েশিরো মরি যা বলেছেন, সেটি একান্তই তার ব্যক্তিগত মতামত।

মঙ্গলবার জাপানের মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রধান ইয়শোতাকে ইকুকুরা অলিম্পিক নিয়ে বলেন, ‘আমি বলব না, এটা বাতিল করা উচিত। তবে সত্যি হলো, অত্যন্ত কঠিন হবে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh