দক্ষিণ কোরিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৩৮

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ০২:১০ এএম

দক্ষিণ কোরিয়ার ইচিয়ন শহরে একটি নির্মাণাধীন ওয়ারহাউসে অগ্নিকাণ্ডে অন্তত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক।

বুধবার (২৯ এপ্রিল) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির খবরে জানান হয়, ভবনটির বেজমেন্টে থাকা দাহ্য পদার্থ বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে ৭৮ জন কর্মী ছিলেন। যাদের মধ্যে অনেকেরই এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। ফলে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, রাজধানী সিউল থেকে ৮০ কিলোমিটার দূরের ইচিয়ন শহরে ওই ওয়ারহাউজে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ড শুরু হয়। ৬টা ৪০ মিনিটে আগুন নেভানো সম্ভব হয়।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট চাং সিয়ে কিয়ুন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh