শরণখোলায় অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২০, ০৬:১৯ পিএম

বাগেরহাটের শরণখোলায় মুরগীর খোপ (ঘর) থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ মে) বিকেলে শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের ফরাজীবাড়ী সংলগ্ন জেন্নাত আলীর বাড়ির একটি মুরগীর খোপ থেকে ভিটিআরটির সদস্যরা অজগরটি উদ্ধার করে। পরে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করেন বনবিভাগের সদস্যরা।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারি বনসংরক্ষক জয়নাল আবেদিন বলেন, ভিটিআরটির সদস্যরা অজগরটিকে উদ্ধার করে আমাদের খবর দেয়। বনবিভাগের সদস্যরা অজগরটিকে নিয়ে এসে শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করেছে। অজগরটি আট ফুট লম্বা ছিলো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh