কেরানীগঞ্জে স্বাস্থ্যকর্মীসহ নতুন আক্রান্ত ২০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২০, ১১:২৩ পিএম | আপডেট: ০৩ মে ২০২০, ০১:০০ এএম

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় গত ২৪ ঘণ্টায় আরো ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলাটিতে মোট করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯৩ জন।

শনিবার (২ মে) রাতে এ তথ্য দিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন দিগন্ত।

মীর মোবারক হোসেন দিগন্ত জানান, শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা শনাক্ত হয়। তাদের বয়স ৩৫ ও ৩৩ বছর। এছাড়া জিনজিরা ইউনিয়নে ৯ জন, তেঘরিয়া ইউনিয়নে ৫ জন, আগানগর ইউনিয়নে ১ জন, শুভাঢ্যা ইউনিয়নে ১ জন, কলাতিয়া ইউনিয়নে ১ জন ও কালিন্দী ইউনিয়নে বরিশুর এলাকায় ১ জনের শরীরে করোনাভাইরাসে উপস্থিতি পাওয়া গেছে।

তিনি আরো বলেন, কেরানীগঞ্জের জনগণ যদি সচেতন না হয় তা হলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই থাকবে। কেরানীগঞ্জে কয়েকটা ইউনিয়নেই রোগীর সংখ্যা অনেক বেশি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh