ভেনিজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ মে ২০২০, ০২:২০ পিএম

ছবি: বিবিসি

ছবি: বিবিসি

ভেনিজুয়েলার পশ্চিমাঞ্চলে একটি জেলখানায় দাঙ্গায় অন্তত ৪৭ জন নিহত ও আরো ৭৫ জন আহত হয়েছে। 

দেশটির একটি বিরোধী দলীয় নেতা ও প্রিজনার্স রাইটস গ্রুপ গতকাল শনিবার এ কথা জানিয়েছে।

পর্তুগুয়েসা রাজ্য থেকে নির্বাচিত ডেপুটি মারিয়া বেতরিজ মার্টিনেজ এএফপিকে বলেন, সেখানকার লস লানোস জেলখানায় এখন পর্যন্ত আমরা ৪৭ জনের মৃত্যুর ও ৭৫ জন আহত হওয়ার খবরের বিষয়ে নিশ্চিত হয়েছি।

রাইটস গ্রুপ দ্য ভেনিজুয়েলান প্রিজন অবজারভেটরি (ওভিপি) একই হিসাব দিয়ে বলেছে, এই সহিংসতা একটি হত্যাযজ্ঞ ও উভয়ই নিশ্চিত করেছে নিহতরা সবাই কারাবন্দি।

এএফপি সেনাবাহিনীর এক প্রতিবেদনের বরাত দিয়ে জানায়, গুয়ানারি সিটিতে অবস্থিত এই কারাগারের বন্দিরা শুক্রবার পালানোর চেষ্টায় কারাগারের দেয়াল ভাঙতে শুরু করলে এই দাঙ্গা ছড়িয়ে পড়ে। এতে কারাগারের পরিচালকও আহত হয়েছেন।

মার্টিনেজ এই রিপোর্ট প্রত্যাখ্যান করে বলেছেন, একদল বন্দি এই গোলযোগ শুরু করে, কারণ তারা খাবারের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।

করোনাভাইরাসের কারণে পরিবার ও বন্ধু বান্ধবদের কারাগারে সাক্ষাত করতে আসা কমে গেছে, তারা খাবার ও ওষুধ নিয়ে আসতেন। এতে খাবারের সংকট দেখা দেয়।

ওভিপির ক্যারোলিনা কিরন বলেছেন, মৃতদেহগুলো মর্গে রাখা হয়েছে। তাদের ছবি কম্পিউটারে পরিবার ও স্বজনদের দেখানো হচ্ছে যাতে তারা মৃতদেহ শনাক্ত করতে পারে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh