প্রাথমিকের মহাপরিচালকের প্রতি খোলা চিঠি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ মে ২০২০, ০৭:৪৯ পিএম

তারিখ: ০৬ মে,মুজিববর্ষ।
বরাবর
মহাপরিচালক 
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা।

বিষয়: প্রাথমি‌ক শিক্ষকরা ভ‌্যাকেশনাল কর্মচারী হওয়ায় শ্রা‌ন্তি বিনোদন ছু‌টির বিড়ম্বনা!

জনাব
আসসালামু আলাইকুম! 
মাননীয় মহাপ‌রিচালক, প্রাথ‌মিক শিক্ষা অ‌ধিদপ্তর মহোদয়কে রমযানুল মুবারকের শু‌ভেচ্ছা ও স্বশ্রদ্ধ চিত্তে নিরন্তর ধন‌্যবাদ জানিয়ে বিনীত নিবেদন এই যে, প্রাথ‌মিক বিদ‌্যালয়ের শিক্ষকরা ভ‌্যাকেশনাল কর্মচারী হওয়ায় শ্রা‌ন্তি বিনোদন ছু‌টি ভ‌্যাকেশনাল ছু‌টির মধ্যে ছু‌টি দে‌খিয়ে শ্রা‌ন্তি বিনোদন ছু‌টি ও ভাতা মঞ্জুর হয়।
মহোদয়,
গত ০৫ মে আপনার সদয় সানুগ্রহে আপনার স্বাক্ষ‌রিত স্বারক নং ৩৮.০১.০০০০.১৫২.০২০.৭৩.২০১৭- ৭৭০/১২৫৯ পত্রাদেশে স‌ঠিক সময়ে শ্রা‌ন্তি বিনোদন ভাতা প্রা‌প্তির জন‌্য স‌ঠিক চা‌হিদা নিরুপনে সং‌শ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
মহোদয়,
সময়ের চা‌হিদায় আইন প‌রিব‌র্তিত হয় তাই প্রাথ‌মিক শিক্ষক‌রা দীর্ঘ‌দি‌ন থে‌কে সরকারি অন‌্যান‌্য কর্মচারীদের মতো প্রতি ৩ বছর পর পর শ্রা‌ন্তি বিনোদন ভাতা প্রা‌প্তি‌র দাবী জা‌নিয়ে আসছে এ ক্ষেত্রে সরকারে বাড়তি কোন অর্থের প্রয়োজন পড়বে না।
উল্লেখ‌্য, প্রাথমিক শিক্ষকদের শ্রা‌ন্তি বিনোদন ছু‌টি ভ‌্যাকেশনাল ছু‌টিতে মিলাতে গিয়ে ৩ বছরের জায়গায় ৪ বছর লেগে যায়। 
অতএব মহোদয় দয়া করে সরকারি অন‌্যান‌্য কর্মচারীদের মতো প্রতি ৩ বছর পরপর শ্রা‌ন্তি বিনোদন ভাতা প্রাপ্তির জন‌্য প্রয়োজনীয় আইন সং‌শোধনীসহ প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহণে মহোদয়ের সানুগ্রহ সদয় ম‌র্জি হয়। 

বিনীত নিবেদক
ম‌ুহাম্মদ মাহবুবর রহমান
সহকারী শিক্ষক
ক্ষেতলাল, জয়পুরহাট

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh