ময়মনসিংহে অস্ত্র উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২০, ০৪:৫৬ পিএম | আপডেট: ০৯ মে ২০২০, ০৭:২৩ পিএম

ময়মনসিংহে কথিত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন আরাফাত শাওনসহ নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৭ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৯ মে) বিকালে র‌্যাব-১৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল মোহাম্মাদ এফতেখার উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন- পুরোহিতপাড়ার ইয়াসিন আরাফাত শাওন (৩৬) তার ভাই মাসুদ পারভেজ (৩০), চামড়া গুদাম এলাকার রায়হান আহম্মেদ রাজীব (২৮),
সেহরা চামড়া গুদাম এলাকার মানিক মিয়া (২৭), হৃদয় আহাম্মদ রাজীব (১৮), বাপ্পী খান (৩৬) এবং বাগান বাড়ি এলাকার রাজীব (৩০)।

লে. কর্নেল মোহাম্মাদ এফতেখার উদ্দিন বলেন, ভোররাতে গ্রেপ্তারকৃতদের বাসায় অভিযান চালিয়ে ২টি পিস্তল, ১টি রিভলভার, ২টি একনালা বন্দুক, ৭টি রামদা, ৪টি ছোড়া, ১টি চাপাতি, রাইফেলের টেলিস্কোপি সাইট, ম্যাগাজিন, তিনশ পিস ইয়াবা ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় অস্ত্র, চাঁদাবাজি, মাদকসহ অসংখ্য মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা স্বীকার করেছে বলেও সংবাদ সম্মেলনে জানান লে.কর্নেল মোহাম্মাদ এফতেখার উদ্দিন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh