চীনের উহানে আবারো করোনাভাইরাসের হানা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ মে ২০২০, ০৫:১০ পিএম

উহান শহরে লকডাউন প্রত্যাহারের পর একটি সেতুর ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন আধা-সামরিক বাহিনীর তিন সদস্য। ছবি: রয়টার্স

উহান শহরে লকডাউন প্রত্যাহারের পর একটি সেতুর ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন আধা-সামরিক বাহিনীর তিন সদস্য। ছবি: রয়টার্স

চীনের কেন্দ্রীয় প্রদেশ হবেইয়ের রাজধানীতে আবারো করোনা হানা দিয়েছে। গত একমাস পর এই প্রথম করোনা শনাক্ত হয়েছে উহানে। 

উহানে সর্বশেষ গত ৩ এপ্রিল করোনা আক্রান্ত এক রোগীকে শনাক্ত করা হয়।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন শনিবার (৯ মে) নাগাদ মোট ১৪টি নতুন কভিড-১৯ সংক্রমণ চিহ্নিত করেছে। গত ২৮ এপ্রিলের পর একদিনে এটি সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ ধরা পড়ার ঘটনা। এর মধ্যে করোনাভাইরাসের প্রাথমিক উৎসস্থল উহান নগরীতেও একটি সংক্রমণ ধরা পড়েছে। উহান থেকেই গত বছরের শেষদিকে ভাইরাসটি প্রথম মানবদেহে ছড়িয়ে পড়ে। 

উহানে সার্স কোভ-২ ভাইরাসের উপস্থিতি দ্বিতীয় পর্যায়ে ভাইরাস বিস্তারের উদ্বেগ তৈরি করেছে। গত বৃহস্পতিবার চীনের কেন্দ্রীয় সরকার সমগ্র দেশকে নিম্ন ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করার দুদিন বাদেই সংক্রমণের হার বৃদ্ধি লক্ষ্য করা যায়। গতকাল শনিবার করোনা সংক্রমণের একটি জোটবদ্ধ স্থান বা ক্লাস্টার শনাক্ত হয় উত্তরপূর্বের জিলিন প্রদেশের শুলান শহরে। 

অথচ মাত্র একদিন আগেই গত শুক্রবার এই সংখ্যা ছিলো মাত্র একজন। জিলিন প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তারা রবিবার (১০ মে) শুলান শহরের করোনাঝুঁকির মাত্রা মাঝারি থেকে বাড়িয়ে উচ্চঝুঁকি হিসেবে নির্ধারণ করেন। 

এর আগে গত ৭ মে এক নারীর দেহে করোনা সংক্রমণ ধরা পড়লে ওই শহরকে মাঝারি ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছিলো। গত শনিবার ধরা পড়া সংক্রমিতদের সকলেই ওই নারী বা তার পরিবারের সদস্যদের সংস্পর্শে এসেছিলেন। 

উহানে নতুন করে করোনা সংক্রমিত ব্যক্তির শরীরে ভাইরাসজনিত কোনো উপসর্গ লক্ষ্য করা যায়নি বলেও নিশ্চিত করেছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh